
প্রকাশিত: Sat, Dec 16, 2023 9:32 PM আপডেট: Tue, Jul 1, 2025 8:45 PM
দুটি নিউজ ও ছবি রয়েছে মহান বিজয় দিবস উপলক্ষে হিলি সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার দিলো বিজিবি
তৌহিদ ইসলাম, হিলি (দিনাজপুর): [২] মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরে হিলি সীমান্তেÍ মিষ্টি বিনিময় করেছেন বর্ডার গাড বাংলাদেশে ( বিজিবি) ও ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এবং বাংলা হিলি ইমিগ্রেশন,কাস্টমস ও ভারত হিলি ইমিগ্রেশন, কাস্টমসের কর্মকর্তরা।
[৩] শনিবার সাব- পিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শুন্য রেখায় বাংলাদেশ হিলি আইসিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার অহিদুল ইসলাম ভারত হিলি বিএসএফ ক্যাম্পের কমান্ডার রাজেশ দেওয়ার হাতে ৫ প্যাকেট মিষ্টি তুলে দেন।
[৪] এ সময় বিএসএফ কমান্ডার রাজেশ দেওয়াও বিজিবি কমান্ডারের হাতে মিষ্টি তুলে দেন।
[৫] এদিকে একই সময়ে বাংলাদেশ হিলি ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আশরাফুল ভারত হিলি ইমিগ্রেশন কর্মকর্তা,বিএসএফ,কাস্টমস কর্মকর্তার হাতে মিষ্টির প্যাকেট তুলে দেন।
[৬] এরপর বাংলাদেশ কাস্টমস্ কর্মকর্তারা ভারত হিলি কাস্টমস কর্মকর্তার হাতে মিষ্টির প্যাকেট তুলে দেন। এ সময় চেকপোস্ট শুন্যরেখায় বিজিবির চেকপোস্ট কমান্ডার সাইদুল ইসলাম,ইমিগ্রশনের দায়িত্বরত এএসআই জিয়াউর রহমান,
[৭] হিলি আইসিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার অহিদুল ইসলাম জানান,সীমান্তে সৌহার্দ্য- সম্প্রীতি বজায় রেখে দায়িত্ব পালনের লক্ষ্যে দুই দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলোতে বিজিবি ও বিএসএফ একে অপরকে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়ে থাকে। এতে করে সীমান্তে দায়ীত্ব পালনরত দুই বাহিনীর মাঝে বিরাজমান সুসম্পর্ক আরো সুদৃড় হবে।